রবিবার, ২৫ মে, ২০১৪

ধোবাউড়ায় বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির গণসংবর্ধনা

গতকাল রবিবার বিকেলে ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। শুরুতেই উপস্থিত নেতৃবৃন্দকে ফুলের মালা ও ধানের শীষ দিয়ে বরণ করে নেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে অনুমোদিত এই কমিটির আহ্বায়ক আলহাজ্ব  মো:মফিজ উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক জি এম আজহারুল ইসলাম কাজল, প্রাক্তন ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান মানিক, মো: হাবিবুর রহমান, মো: গোলাম রব্বানী বিএসসি, মো: আব্দুল কুদ্দুছ, অধ্যাপক সুশান্ত কুমার সরকার তপন, মো: আবুল কাশেম ডলার এবং মোয়াজ্জেম হোসেন লিটন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোষগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আব্দুল কাদির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক সৈয়দ এমরান সালেহ পিন্স বলেন, বর্তমান সরকার অবৈধ সরকার। এই অবৈধ সরকারের মদদদেই বিএনপিকে হয়রানির উদ্দেশ্যে হত্যা, গুম , মিথ্যা মামলা ও নানা প্রকার ষড়যন্ত্র অব্যহত রয়েছে। আমাদের আত্মরক্ষার অধিকার আছে। যেকোন ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারকে হটিয়ে যে কোন মূল্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব  মো:মফিজ উদ্দিন বলেন, ধোবাউড়ায় বিএনপিকে শক্তিশালী করে আগামী দিনের গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলনে গতি সঞ্চার করতে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনকে সক্রিয় করার জন্য নেত্রীর নির্দেশে দল আমাকে উপজেলা বিএনপির অভিভাবক হিসেবে আপনাদের কাছে পাঠিয়েছে। আপনারা যদি সকল ভেদাভেদ ভূলে আমার পাশে থাকেন তবে আমি আশা করি আগামী দিনের অবৈধ সরকার পতনের আন্দোলন অবশ্যই গতিশীল হবে এবং জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে পারবো।
এছাড়াও বক্তব্য রাখেন অনুষ্ঠানে উপস্থিত উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ ঘোষগাও ইউনিয়নের বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন যুবদল নেতা মরম আলী ও রহমত আলী।

কোন মন্তব্য নেই: