বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪

ধোবাউড়ায় পাহাড়ী সেলিমের ১ম শাহাদতবার্ষিকী শোক র‌্যালীতে জনতার ঢল



ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতা : গতকাল সোমবার ধোবাউড়ায় সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ফুরকান উদ্দিন সেলিম মৃধা ওরফে পাহাড়ী সেলিমের ১ম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালী, আলোচনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  শাহাদত বার্ষিকী পালনের শুরুতেই  সকাল ১১টায় এক স্মরণকালের বিশাল শোক র‌্যালী উপজেলা সদরে চারিদিক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র‌্যালীতে উপজেলা পরিষদের মরহুম ফুরকান উদ্দিন সেলিম মৃধার ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়া সহ পরিবারের সকল সদস্যবৃন্দসহ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ অনেক মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার জনতা, বিভিন্ন উপজেলা থেকে আগত আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ অসংখ্য মানুষ। র‌্যালীতে শ্লোগানে শ্লোগানে মুখরিত জনতা সেলিম মৃধার খুনিদের বিচার প্রার্থনা করেন। পরে আলোচনা সভায় ঘোষগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা শামছুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আসন গ্রহন করেন ফুরকান উদ্দিন সেলিম মৃধার গর্ভধারিনী মা সমলা খাতুন। বিশেষ অতিথি হিসেবে আসন গ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বর্তমান কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ অনেক মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সূধী সমাজের নেতৃবৃন্দ। তবে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ কেউই শোকসভায় আসেন নি।
আলোচনা সভায় অন্যান্য বক্তারা সেলিম মৃধার আত্মার মাগফেরাত কামনা করেন এবং প্রকৃত দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ যারা শোকসভায় আসেননি তাদের কড়া সমালোচনা করা হয়।
পরে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।
অপরদিকে প্রয়াত সেলিম মির্ধার বাল্যবন্ধু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান তার বাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ১০জন ভিক্ষুককে তাদের পছন্দমত খাবার পরিবেশন করার খবর পাওয়া গেছে। 

কোন মন্তব্য নেই: