সোমবার, ২৯ ডিসেম্বর, ২০১৪

ধোবাউড়ায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ক র‌্যালী, আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান ; গান গেয়ে শ্রোতাদের মাতালেন সমাজকল্যান প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্টার : গতকাল ২৯ ডিসেম্বর সোমবার ধোবাউড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিসের আয়োজনে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনায় জনসম্পৃক্তকরণের লক্ষ্যে সকাল ১০টায় বিশাল র‌্যালী উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বাংলাদেশ সরকারের সমাজকল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি, জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এবং ভাইস চেয়ারম্যান মো: মোস্তাফা কামাল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ,  সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ আব্দুল মোতালেব তালুকদার, অধ্যক্ষ মো: জালাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত ওসমান, ‘নিউজ ধোবাউড়া’ নিউজ পোর্টালের সম্পাদক প্রভাষক সুলতান মামুন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, রাজনৈতিক দলের নেতৃবর্গ, সরকারী-বেসরকারী কর্মকর্তা সহ অনেকেই র‌্যালীতে অংশগ্রহন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। অনুষ্ঠানের শুরুতেই  কুরআন তেলাওয়াত করেন ধোবাউড়া কোর্ট সমজিদের ঈমাম মুফতি মো: আজিজুল হক, গীতা পাঠ করেন ধোবাউড়া বিন্দুবাসীনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত কুমার সরকার এবং বাইবেল পাঠ করেন ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সরলা রেমা। শুরুতেই শুভেচ্ছা রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। তাঁর বক্তব্যের পরপরই শুরু হয় থিম সঙ্গীত “ দিন বদলের নতুন স্বপ্ন দেখে এগিয়ে চলেছে এই দেশ------ জাতির জনক শেখ মুজিবের সোনার বাংলাদেশ” । পরে জেলা তথ্য অফিসার সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ক বিভিন্ন দিক মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন। জেলা প্রশাসক মোস্তাকিম বিল্লাহ ফারুকী তাঁর বক্তব্যে তথ্যমুলক বিভিন্ন বিষয় সকলের মাঝে যুক্তিসহ উপস্থাপন করেন । তিনি জাতীয় উন্নয়নে অবদান রাখায় দেশের গার্মেন্টস নারী কর্মীদের প্রতিকী স্যালুট জানানোর পাশাপাশি প্রকৃত উন্নয়ন ঘটাতে সকলের মানবিক বোধের উন্নয়ন ঘটানোর উপর গুরুত্ব আরোপ করেন এবং বর্তমান সরকারের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যান প্রতিমন্ত্রী বলেন, দেশ স্বাধীনের সময় বিএনপি নামে কোন দল ছিলনা, কিছু লোক ব্যাতীত সবাই বঙ্গবন্ধুর ছায়াতলে দেশের জন্য জয়বাংলা শ্লোগান নিয়ে যুদ্ধ করেছে। তিনি আরো বলেন, জয়বাংলা কোন নির্দিষ্ট দল বা ভাষার শব্দ নয়। এটি মুক্তিযুদ্ধের একটি শ্লোগান-যার মাধ্যমে বাঙ্গালি জাতি সে সময় শরীর ও মনে শক্তি সঞ্চার করতো।” অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পরপর তিনটি সঙ্গীত পরিবেশন করে উপস্থিত সকলকে মাতিয়ে দেন। আর শ্রোতারাও  প্রতিমন্ত্রীর সাথে দাঁড়িয়ে কন্ঠে কন্ঠ মিলিয়ে গানে অংশগ্রহন করেন এবং গান শেষে করতালির মাধ্যমে  অভিনন্দন জ্ঞাপন করেন। প্রতিমন্ত্রী দেশ ও জাতির উন্নয়নে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমে শরিক হওয়ার জন্য সকলকে উদাত্ব আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম। এছাড়াও সাংবাদিক ও সুশীল সমাজের লোকজন অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহন করেন।
উল্লেখ্য সরকারের উন্নয়ন কার্যক্রম বিভিন্ন প্রক্রিয়ায় জনগনের কাছে তুলে ধরা এবং এর প্রেক্ষিতে জনমত সরকারের নিকট পৌঁছে দিয়ে সরকার ও জনগনের মাঝে একটি সেতুবন্ধ রচনা করে থাকে জেলা তথ্য অফিস সমূহ। শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নারীর ক্ষমতায়ন, স্যানিটেশন, আতœকর্মসংস্থান ইত্যাদি ক্ষেত্রে উপজেলাওয়ারী উন্নয়ন কার্যক্রম জনগনকে অবহিত করা এবং উন্নয়ন কাজের সাথে জনগনকে সম্পৃক্ত করার লক্ষ্যে জেলা তথ্য অফিসের উদ্যেগে ও ধোবাউড়া উপজেলা প্রশাসনের সহযোগীতায় ২৯ ডিসেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও র‌্যালি উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করার বিষয়টি আগেরদিন সাংবাদিকদের অবহিত করেছিল জেলা তথ্য অফিসার মো: শামছুল হক।