শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪

ধোবাউড়ায় পৃথক ঘটনায় দুইজন খুন; আটক দুই


নিজস্ব সংবাদদাতা : ধোবাউড়ায় পৃথক ঘটনায় দুজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে জানা গেছে, ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের বহরভিটা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে বৃহ:বার রাত সাড়ে ৭টায় আহম্মদ আলী(৫০) নামের এক সাবেক ইউপি সদস্য প্রতিপক্ষের আঘাতে মারাত্নক আহত হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করে নিহতের পরিবার সূত্র জানায়, ঘটনার দিন ২৫ ডিসেম্বর সন্ধ্যার পর আহম্মদ আলী পোড়াকান্দুলিয়া বাজার থেকে বাড়ী ফেরার সময় বহরভিটা তিন রাস্তার মোড় সাদিরের বাড়ীর সামনে পৌঁছালে আগে থেকে পেতে থাকা নুরুল হক তার লোকজন হঠা আক্রমন করে তাকে গুরুতর আহত করে পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহম্মদ আলীকে ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় অবস্থা আশংকাজনক মনে হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে তবে হাসপাতালে নেওয়ার পরপরই সে মারা যায় বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছেন অপরদিকে ২৬ ডিসেম্বর একই উপজেলার গোয়াতলা ইউনিয়নের হরিপুর গ্রামে সুরুজ আলী(৮০) নামে একজন নিহত হয়েছেন নিহতের পরিবার সূত্র জানায়, পূর্বে একটি এসিড মামলা সংক্রান্ত ঘটনার জেরে নিহতের সাথে নুরুল ইসলাম(২৭) এর দ্বন্দ্ব ছিল ঘটনার দিন সকাল আনুমানিক ৭টায় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে সে অজ্ঞান হয়ে পড়ে পরে ধোবাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে ঘটনায় পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের ভাই মোহাম্মদ আলী(৬৫) এবং আখিঁ আক্তার(২৩) নামের দুইজনকে ঘটনাস্থল থেকে আটক করে রিপোর্ট লেখা পর্যন্ত উভয় ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে

কোন মন্তব্য নেই: