শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় ক্বালব এর নির্বাচনে অধ্যক্ষ হেলাল উদ্দিনের জয়লাভ

সাধারণ সভা ও নির্বাচনের বিভিন্ন দৃশ্য

স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার ধোবাউড়ায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: (ক্বালব) ৭ম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০১৫ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলনের পর ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষেেদর ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অডিট অফিসার মি: কার্তিরোজ চিরান, ধোবাউড়া মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রিয়তোষ ব্শ্বিাস বাবুল, অধ্যাপিকা মঞ্জুয়ারা বেগম, প্রধান শিক্ষক আলকাছ মিয়া, ফয়েজ উদ্দিন, ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজিত সরকার ও ধাইরপাড়া উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক সরলা রেমা প্রমুখ। অতিথিদের বক্তব্য পর্ব শেষে শ্রেষ্ট সমবায়ী হিসেবে মো: হেলাল উদ্দিন -সদস্য নং-২, আব্দুস ছালাম- সদস্য নং-১৫৬ এবং সরলা রেমা-সদস্য নং-১৮৮ এই তিনজনকে পুরষ্কার প্রদান করা হয়। পরে র‌্যাফেল ড্র এর মাধ্যমে ৮ জনকে পুর®কৃত করা হয়। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় ছিলেন সংগঠনটির সহ সভাপতি মো: ফিরোজ আহমেদ এবং তত্ত্বাবধানে ছিলেন মো: কবির হোসেন সহ ক্বালব এর অন্যান্য সদস্যবৃন্দ।
২য় পর্যায়ে বিকাল ২টা থেকে শুরু হয় সাধারণ নির্বাচন। মোট ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার সভাপতি ও সম্পাদক পদে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ভোটগ্রহন শেষে চেয়ার প্রতীক নিয়ে অধ্যক্ষ হেলাল উদ্দিন ১০০ ভোট পেয়ে বিজয়ী হন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: রফিকুল ইসলাম পান ৪৪ ভোট। তবে ৫টি ভোট বাতিল বলে গণ্য হয়। সাধারণ সম্পাদক পদে পুলক দাস ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: হাবিবুর রহমান পান ৬৭ ভোট।
জয়লাভের পর এক সাক্ষাৎকারে অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি ও সম্পাদকসহ কিছু নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমার বিপক্ষে কাজ করেছে। ভোটাররা সবাই শিক্ষক বিধায় তাদের বিবেকবোধের প্রতিফলন ঘটেছে এই নির্বাচনে। তিনি আরো বলেন, আমার এই বিজয় মানেই বিবেকবোধসম্পন্ন শিক্ষক সমাজের বিজয়।