বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ধোবাউড়া

ধোবাউড়া করেসপন্ডেন্ট: গতকাল বৃহ:বার বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিশাল সমাবেশ এর আয়োজন করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান, দপ্তর সম্পাদক প্রভাষক আব্দুল হান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ধোবাউড়া উপজেলা শাখার সাবেক কমান্ডার মো: মোজাম্মেল হোছাইন, যুবলীগ নেতা আসাদুজ্জামান সাগর ও ডেভিড রানা চিসিম সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিশিষ্ট নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যান প্রতিমন্ত্রী বলেন, ‘ধোবাউড়া উপজেলা ছাত্রলীগের আজকের এই কর্মসূচি সফল হয়েছে।’ তিনি ফাদার সংগঠনের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগনের জান মালের প্রতি আতঙ্ক সৃষ্টিকারী যে কোন অশুভ শক্তির অপতৎপরতা রোধে ছাত্রলীগকে সদা সজাগ থাকার আহবান জানান।