মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় লোকচক্ষুর অন্তরালে চলছে কোটি টাকার নির্মাণ কাজ

স্টাফ রিপোর্টার : ধোবাউড়া উপজেলার দীর্ঘদিনের অবহেলিত ডাকবাংলোটি অবশেষে আলোর মুখ দেখল। বর্তমানে পুরাতন ভবন ভেঙ্গে চলছে নতুন ভবন নির্মাণকাজ। তবে নির্মাণকাজ উদ্বোধনের পর কাজ শুরুর সাথে সাথেই এ নির্মাণস্থল টিন দিয়ে বেষ্টনী তৈরী করে সম্পূর্ণরূপে লোকচক্ষুর আড়াল করা হয়েছে। প্রকল্পের নেই কোন সাইনবোর্ড। পুরাতন ভবনের প্রায় বিশ বছরের পুরাতন ইঠের সুরকী ব্যবহার করে দেয়া হয়েছে বেজ ঢালাই। তবে এখনো ৫টি বেজ ঢালাই বাকী রয়েছে আর তার জন্য পুরাতন ইটগুলো নিথর পড়ে আছে সুরকী হওয়ার অপেক্ষায়। স্থানীয়দের অনেকেই জানান, বেজ ঢালাইয়ের সময় প্রকৌশলীর ক্ষনিক উপস্থিতি থাকলেও তিনি চলে যাওয়ার পরও রাতের আধাঁরে চলেছে বেজ ঢালাইয়ের কাজ।
এ ব্যাপারে নির্মাণকাজের দায়িত্বে থাকা সাব ঠিকাদার ও হেড মিস্ত্রি পরিচয় দানকারী মো: তাজুল ইসলাম এর কাছ থেকে জানা যায়, প্রায় এক কোটি ৩ লক্ষ টাকার এ নির্মাণকাজের ঠিকাদারী প্রতিষ্ঠান ময়মনসিংহের উসমান এন্টারপ্রাইজ। ৩ তলা ভিত্তির উপর ২ তলা ভবনের এ নির্মাণ কাজ চলতি বছরের মধ্যেই শেষ হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য চলতি বছরের জানুয়ারী মাসের ৭ তারিখে ধোবাউড়া উপজেলা সদরে আধুনিক ডাকবাংলো নির্মাণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন করেন জেলা পরিষদ, ময়মনসিংহ এর প্রশাসক এডভোকেট মো: জহিরুল হক।