স্টাফ রিপোর্টার : ২২ ফেব্রুয়ারি ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার ধোবাউড়া উইমেন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর সেলাই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়। সংস্থাটির ধোবাউড়া কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রজেক্ট কো-অর্ডিনেটর বাধন চিরান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহাসচিব মৃগেন হাগিদক। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান বলেন, ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থা কর্তৃক নারী উন্নয়নে সেলাই প্রশিক্ষণ কোর্স চালু একটি যুগান্তকারী পদক্ষেপ। সমাজের অর্ধেক মানুষকে দূরে সরিয়ে রেখে উন্নয়ন সম্ভব নয়। তিনি অবহেলিত নারীদের ভাগ্য পরিবর্তনে ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার সুশৃংখল কর্মসূচি বাস্তবায়নে ভূমিকা রাখায় সন্তোষ প্রকাশ করেন এবং নিবিষ্ট চিত্তে প্রশিক্ষণ গ্রহন করার জন্য উপস্থিত প্রশিক্ষণার্থীদেরকে উদাত্ত আহবান জানান। সভাপতির বক্তব্যে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, দীর্ঘ প্রতিক্ষার পর আমি ঘোষগাঁও পল্লী উন্নয়ন সংস্থার কার্যক্রম শুরু করতে পেরেছি। সংস্থাটির সহা পরিচালক মৃগেন হাগিদক এর অক্লান্ত পরিশ্রম এবং মেধার বিনিয়োগে আমরা ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় আমাদের প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে পেরেছি। আমি আশা করি ধাপে ধাপে সারাদেশে এই সংস্থার কার্যক্রম পরিচালনা করে অবহেলিত নারী সমাজের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম ও সহকারী অধ্যাপক মো: মাজহারুল আহসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নিউজ ধোবাউড়া ওয়েব পোর্টালের সম্পাদক প্রভাষক সুলতান মামুন রতন।
উল্লেখ্য চলতি ব্যাচে ৬০ জন বেকার নারীকে বিনামূল্যে ৩ মাস মেয়াদি সেলাই প্রশিক্ষণ দেয়া হবে।