নিউজ ধোবাউড়া ডেস্ক : ধোবাউড়ায় উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে ২১শে ফেব্র“য়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ধোবাউড়া কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সরকারী ও বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে এবং শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়। পরে বেলা ১১টায় ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে শিশু-কিশোরদের ‘ একজন ভাষা শহীদের প্রতিকৃতির উপর’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং ‘মোদের গরব মোদের আশা-আ-মরি বাংলা ভাষা’ এই প্রতিপাদ্যের উপর রচনা প্রতিযোগিতা ও একুশের কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়। পাশাপাশি ধোবাউড়া অফিসার্স ক্লাবে ‘ভাষা শহীদদের কথা’ শিরোনামে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ হেলালউদ্দিন, এডভোকেট নীহার রঞ্জন পাল নেপাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদ্বয়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল বাতেন, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা আক্তার, প্রধান শিক্ষক আমিনুল হক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো: ফয়েজ উদ্দিন।প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান।