বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৫

ধোবাউড়া উপজেলার অধিকাংশ হাট-বাজারের ইজারার প্রাথমিক বাছাই কাজ সম্পন্ন


নিউজ ধোবাউড়া ডেস্ক: ২৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টায় ধোবাউড়া উপজেলা প্রশাসন কার্যালয়ে হাট-বাজারের সিডিউল বাছাইয়ের মাধ্যেমে প্রাথমিকভাবে অধিকাংশ বাজারের ইজারা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়া, ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, বাছাই কমিটির দুই সদস্য উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল বাতেন, দৈনিক দিগন্তবাংলা প্রতিনিধি ইকবাল কবির মানিক সহ ইজারা প্রার্থীগণ। বেশ কয়েকটি বাজারের ইজারা  সিডিউল এর সংখ্যা দুই এর অধিক না হওয়ায় আপাতত স্থগিত করা হয়েছে । তবে গুনুত্বপূর্ণ বাজারগুলো প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। এর মধ্যে প্রাথমিক বাছাইয়ে ধোবাউড়া বাজার, মুন্সিরহাট বাজার এবং গোয়াতলা বাজার এর ইজারা পেয়েছেন ময়মনসিংহের ফরহাদ এন্টারপ্রাইজ । কলসিন্দুর বাজার এডভোকেট হাবিবুর রহমান, পোড়াকান্দুলিয়া বাজার মোহাম্মদ জিন্নত আলী বিশ্বাস, দুধনই বাজার মো: হাবিবুর রহমান, ঘোষগাঁও বাজার মো: দুলাল মিয়া, বাগপাড়া বাজার মো: আশরাফ আলী তারা মিয়া এবং চারিয়াকান্দা মো: আ: শফিক তালুকদার এর নামে প্রাথমিকভাবে ইজারা প্রদান করা হয়েছে। অবশিষ্ট বাজার গুলোর সিডিউল মার্চ এর ৩ তারিখে ছাড়ার কথা রয়েছে বলে সূত্র থেকে জানা গেছে।