সোমবার, ১৬ মার্চ, ২০১৫

প্রতিমন্ত্রীর আশির্বাদে সিক্ত হলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা


ডেস্ক রিপোর্ট : ধোবাউড়া উপজেলার প্রিয় মুখ উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী মোহাম্মদ মজনু মির্ধার সরব উপস্থিতি উপজেলাবাসীর মধ্যে নতুন করে প্রাণের সঞ্চার করেছে। ঘাতকদের হাতে নির্মমভাবে নিহত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ফুরকান উদ্দিন সেলিম মির্ধার যোগ্য উত্তরসুরি হিসেবে গত উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হন মৃত্যুর মুখ থেকে ফিরে আসা হাজী মোহাম্মদ মজনু মির্ধা। শারিরিক অসুস্থতা আর ভাতৃশোকে কাতর মজনু মির্ধার পক্ষে দলীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতের সুযোগ হয়নি এতদিন। গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত অফিস করায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগন প্রতিদিন ভীড় জমায় তাদের প্রিয় নেতাকে একনজর দেখার জন্য। জনগনের ভালোবাসায় জনগনের প্রত্যাশা পুরণের স্বার্থে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ মার্চ ধোবাউড়া-হালুয়াঘাট উপজেলা থেকে নির্বাচিত সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি’র সাথে ঢাকাস্থ মন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ব্যাপারে ধোবাউড়া উপজেলা চেয়ারম্যান জানান, প্রতিমন্ত্রী মহোদয় আমার বড় ভাই সেলিম মির্ধাকে সন্তানের চোখে দেখতেন। মন্ত্রী মহোদয়ের চোখ অপারেশনের খবর শুনে আমি সর্বশেষ অবস্থা জানতে ঢাকায় গিয়ে দেখা করেছি।’ উপজেলা চেয়ারম্যান আরো বলেন, ধোবাউড়া উপজেলার মানুষের সুখে-দু:খে পাশে দাঁড়ানোর লক্ষ্যে উপজেলা পরিষদকে কার্যকর ভূমিকা পালন করতে তিনি আমায় মূল্যবান পরামর্শ ও উপদেশ দিয়েছেন এবং আমাকে আশির্বাদের পাশাপাশি আমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।
এদিকে ১৬ মার্চ সোমবার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দসহ আওয়ামীগের অন্যান্য নেতৃবৃন্দের সাথে বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী পালনের পূর্ব প্রস্তুতির লক্ষ্যে আলোচনা সভায় মিলিত হন এবং পরে নিজ কার্যালয়ে ধোবাউড়া উপজেলায় কার্যক্রম পরিচালনা করছে এমন এনজিওগুলোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন হাজী মজনু মির্ধা। একইদিন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগ এর সভাপতি এবং ধর্মমন্ত্রী অধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমান এর ছোট ভাই ময়মনসিংহ সদর ইউপি চেয়ারম্যান মো: আফাজ উদ্দিন ব্যাক্তিগত কাজে ধোবাউড়া আসেন এবং উপজেলা পরিষদে এসে হাজী মজনু মির্ধার সাথে দেখা করেন। তিনি ধোবাউড়া উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম ফুরকান উদ্দিন সেলিম মির্ধার স্মৃতিচারণ করেন এবং জনগনের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নির্ভিকভাবে কাজ করে যাওয়ার জন্য উপজেলা চেয়ারম্যানকে আহবান জানান।