মঙ্গলবার, ১৭ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

ডেস্ক রিপোর্ট : গতকাল ১৭ মার্চ সোমবার ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৫তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস-২০১৫ উদযাপিত হয়েছে। সকাল ১০টায় এ উপলক্ষ্যে একটি বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরের মুক্ত মঞ্চের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবনের উপর স্মরণসভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিন এর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এর সভাপতিত্বে উক্ত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধা। মঞ্চে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, আওয়ামীলীগ নেতা ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, ধোবাউড়া আদর্শ কলেজের অধ্যক্ষ হাজী মো: আব্দুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ধোবাউড়া উপজেলা শাখার ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: মীর ইব্রাহিম, উপজেলা কৃষি কর্মকর্তা সালমা আক্তার, যুবলীগ আহ্বায়ক আসাদুজ্জামান সাগর এবং ছাত্রলীগ সভাপতি আব্দুল বারেক প্রমুখ। অতিথিবৃন্দ উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বঙ্গবন্ধুর জীবনের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। পরে উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।