স্টাফ রিপোর্টার : গতকাল ২১ মার্চ শনিবার সকাল ১০ টায় ধোবাউড়ায় এলজিআরডি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো: আব্দুল মালেক সরকারী সফরের অংশ হিসেবে ধোবাউড়ায় আসেন। পরিবারের অন্যান্য সদস্যগণ এবার তাঁর সফরসঙ্গী হয়েছিলেন। ধোবাউড়ায় পৌঁছার পরই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা সচিবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান সাথে ছিলেন। পাশাপাশি সচিবের স্ত্রীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন। পরে সচিব উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কিছুক্ষনের জন্য বসেন এবং উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া মাল্টিমিডিয়ার মাধ্যমে ধোবাউড়ায় এলডিআরডি মন্ত্রণালয়ের অধীনে গ্রহীত বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং উপজেলা চেয়ারম্যান হাজী মজনু মির্ধা বাস্তবায়নযোগ্য বিভিন্ন দাবী উত্থাপন করলে সচিব জানান, ধোবাউড়া উপজেলার অবকাঠামো সহ সার্বিক উন্নয়নের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আছে । পাশাপাশি ধোবাউড়া উপজেলার অবকাঠামোগত উন্নয়নের ব্যাপারে প্রস্তাবনা পাঠানোর জন্য উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়াকে নির্দেশ দেন।
এদিকে একইদিন সচিব উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মজনু মির্ধাকে সাথে নিয়ে উপজেলার ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের নেউলা ব্রীজ এবং গামারীতলা ইউনিয়নের রণসিংহপুরে নেতাই নদীর উপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন।
উল্লেখ্য ধোবাউড়া উপজেলার ৮ম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনদিনের জন্য দায়িত্ব পালন করেছিলেন এলজিআরডি মন্ত্রণালয়ের এই সিনিয়র সচিব।