ধোবাউড়া প্রতিনিধি : ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন নির্মানের দাবিতে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। দীর্ঘদিনের দাবী সত্ত্বেও ইউপি ভবন নির্মানে কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় পোড়াকান্দুলিয়া বাজারে মানব বন্ধন ও বিক্ষোভ করে ক্ষুদ্ধ জনতা। যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের নেতৃত্বে স্কুল-মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মানব বন্ধন ও বিক্ষোভে অংশগ্রহন করে। এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জিন্নত আলী বিশ্বাস, আওয়ামীলীগ নেতা প্রভাষক আব্দুল হান্নান , প্রভাষক বাবলু মিয়া, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি বকুল বিশ্বাস, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সদস্য জালাল পালোয়ান, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সিদ্দিক পালোয়ান, সম্পাদক মাসুম মিয়া, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক দুলাল মিয়া, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুরুজ আলী, সম্পাদক আঃ জব্বার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা কমল মিয়া, আজহারুল ইসলাম, মহিলা মেম্বার সাজেদা খাতুন, ৭ নং ওয়ার্ড মেম্বার ওসমান আলী, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আইনল হক ও আঃ রহিম, কলেজের অধ্যক্ষ শঙকর কুমার সাহা, উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির ইউনিয়ন সভাপতি ডাক্তার ইয়াকুব আলী, কালিদাস বাবু, কৃষকলীগের পোড়াকান্দুলিয়া ইউনিয়ন সাধারন সম্পাদক আব্দুস সালাম, যুবলীগের ইউনিয়ন যুগ্ন আহব্বায়ক গৌতম সাহা, সীতেশ, স্বপন তালুকদার, এমআরখান,শফি, নয়ন ও নজরুল ইসলাম সহ প্রায় কয়েকশ সাধারণ মানুষ।
উল্লেখ্য পোড়াকান্দুলিয়া ইউনিয়নের প্রাণকেন্দ্র পোড়াকান্দুলিয়া বাজারে রয়েছে একটি খাদ্যগুদাম, একটি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, নদীবন্দর সহ ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনা। ইউনিয়ন পরিষদ ভবনটি অন্যত্র সরিয়ে নেওয়ার লক্ষ্যে একটি চক্র পায়তারা করার খবর ব্যাপকভাবে প্রচারিত হলে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এ মানববন্ধন ও বিক্ষোভ পালন করে।