বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় মহান স্বাধীণতা দিবস উদযাপিত

নিউজ ধোবাউড়া- ২৬ মার্চ এর ছবি
ডেস্ক রিপোর্ট : ধোবাউড়ায় টানটান উত্তেজনার পর ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচীঢর মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ধোবাউড়া উপজেলা পরিষদ ও  প্রশাসন , বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন উপজেলা পরিষদ চত্ত্বরে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্প মাল্য অর্পনের মধ্যদিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
পরে সকাল ৮টায় ধোবাউড়া বহুমুখী খেলার মাঠে আয়োজিত কুচকাওয়াজ, শারিরিক কসরত, ক্রীড়া প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার প্রাক্কালে জাতীয় সঙ্গীতের সুরে সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন ধোবাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। এ সময় সাথে ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো: রফিক ভূঁইয়া ও ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ মো: এম এ হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান এবং স্বাধীণতা দিবস উপলক্ষ্যে বিশেষ বক্তব্য পাঠ করেন উপজেলা চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজনু মির্ধা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিন এবং সহযোগিতায় ছিলেন ধোবাউড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল হক।
বিকেলে উপজেলা পরিষদ একাদশ ও মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় যদিও প্রতিটি দলে শেষ পর্যন্ত শতাধিক খেলোয়ার অংশগ্রহন করে। স্বাধীণতা দিবস উপলক্ষ্যে সন্ধ্যার পর আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।