রবিবার, ২৯ মার্চ, ২০১৫

ধোবাউড়ায় চুরির ঘটনায় জনমনে উদ্বেগ

স্টাফ রিপোর্টার: ধোবাউড়া উপজেলার মান্দালিয়ায় আবারো ঘটছে চুরির ঘটনা । জনমনে বাড়ছে আতঙ্ক। ফলে মান্দালিয়া বাজারের দোকানীদের ঘুম হারাম হয়ে গেছে। শনিবার রাত আনুমানিক ২টায় মান্দালিয়া বাজারের শাহজাহান মন্ডল ও সাইদ মন্ডলের দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। এতে শাহজাহান মন্ডলের দোকান থেকে ফ্রিজ, চালসহ প্রায় দেড় লক্ষ টাকার মালমাল , মসজিদের দান বাক্সের ৩২শত টাকা এবং দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ ২১শত টাকা চুরি হয়েছে।  আর সাইদ মন্ডলের দোকান থেকে একটি রঙ্গিন টিভি, দুটি ডিভিডি চুরি হয়েছে। আগেও একই দোকানে দুবার চুরি ঘটনা ঘটেছে। তবে কোন চোর সনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমান চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ব্যবসায়ী শাহজাহান মন্ডল জানান, চুরিটা খুবই সুক্ষè পরিকল্পনায় করা হয়েছে। ঘটনার সময় ঝড়-বৃষ্টি থাকায় পিকআপ যোগে ঘরের সব মালামাল চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরের দল। তবে এ ঘটনায় থানায় মামলা দায়ের না হলেও সন্দেহভাজনরা এলাকার বাসিন্দা বলে জানা যায়। বিষয়টি এলাকার সাধারণ ব্যবসায়ীদের মনে চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে যে কোন মূল্যে চোর ধরার ব্যাপারে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে।

কোন মন্তব্য নেই: