ডেস্ক রিপোর্ট: ২৬ মে মঙ্গলবার সারাদেশের মতো ধোবাউড়ায় পিদিম সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সলিল দত্ত পাপনের নেতৃত্বে উপজেলা হলরুমের দেয়ালে কবি নজরুলের জীবনালেখ্য নিয়ে বৃহৎ পরিসরে চিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। প্রদর্শণীতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং সুশীল সমাজের লোকজন সকাল থেকেই ভীড় করে। পরে বিকেল ৩ টায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অালোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পিদিম সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন