স্টাফ রিপোর্টার : গতকাল বুধবার সকাল ১১টায় প্রেসক্লাব মিলানায়তনে ব্র্যাক জিকিউএএল কর্মসূচির আয়োজনে স্থানীয় সাংবাদিকদের অংশ গ্রহণে “আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” প্রতিপাদ্য বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এডভোকেট হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে জিকিউএএল কর্মসূচির মুন্সীরহাট শাখার ব্যবস্থাপক লাভলী আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিজ্ঞতা বিনিময় সভায় জিকিউএএল কর্মসূচির গোয়াতলা শাখার শাখা ব্যবস্থাপক সেলিনা খাতুন প্রতিপাদ্য বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন । বক্তব্য রাখেন সাংবাদিক মতিলাল সরকার, সিরাজুল ইসলাম, মঞ্জুরুল হক, আব্দুল বারেক, সুলতান মামুন রতন, আতাউর রহমান খোকন, রফিকুল ইসলাম, মজিবুল কাইয়ুম, হাবিবুল্লাহ তালুকদার প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন