ডেস্ক রিপোর্ট: গতকাল ২৭ মার্চ ধোবাউড়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে ইউএসএআইডি, সারা ও কেয়ার এর সহযোগিতায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। “দুর্যোগের নেই দিনক্ষণ-প্রস্তুত থাকব সারাক্ষণ” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সকাল ১১টায় একটি র্যালী উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল হক ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া থানার অফিসার ইন চার্জ মো: এম এ হক, ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ বিশ্বাস বাবুল সহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট সহযোগী সংস্থা সমুহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। র্যালী শেষে উপজেলা পরিষদ চত্ত্বর মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ধোবাউড়া থানার ওসি মো: এম এ হক, বাবু প্রিয়তোষ বিশ্বাস বাবুল সহ আরো অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকেই প্রস্তুত থাকার আহবান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে এ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
বক্তারা তাদের বক্তব্যে আগামী দিনের যে কোন দুর্যোগ মোকাবেলায় সকলকেই প্রস্তুত থাকার আহবান জানান। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে ব্যবহারিক পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে এ বিষয়ে দক্ষ করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন