ডেস্ক রিপোর্ট: গত ১০ এপ্রিল বিকাল ২ঘটিকায় ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, ধোবাউড়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও অবসর প্রাপ্ত শিক্ষক/ কর্মচারীগণের বিদায় সংবর্ধনা -২০১৪ অনুষ্ঠিত হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল এর সঞ্চালনায় এবং ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: আব্দুল হামিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি বলেন, " আমি ১৪ বছর শিক্ষকতা করেছি। তাই শিক্ষকদের দু:খ-দুর্দশা আমি অনুভব করতে পারি। বর্তমান শেখ হাসিনার সরকার ২৬ হাজার প্রাইমারী স্কুলকে সরকারি করেছে এবং আগামী দিনে প্রতিটি উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ২টি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ১টি প্রতিষ্ঠান সরকারি করণ করা হবে।" প্রতিমন্ত্রী তাঁর বক্তব্যে শিক্ষকদের বিভিন্ন দাবীর প্রতি একাত্নতা পোষন করেন এবং শিক্ষকদেরকে কম্পিউটার শেখার তাগিদ দেন। পাশাপাশি অবসরপ্রাপ্ত দুইজন শিক্ষককে ৫হাজার১০০টাকা করে এবং অবসরপ্রাপ্ত ৩জন কর্মচারীকে ২হাজার ৫০০টাকা করে নগদ প্রদান করেন। সম্মেলনে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো: শামসুল ইসলাম খান, প্রতিমন্ত্রীর পি,এস মীর মোহাম্মদ নাহিদ, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সহ: সাংগঠনিক সম্পাদক খন্দকার সুলতান আহম্মেদ খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, উপজেলা নির্বাহী অফিসার মো: সামছুল হক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যক্ষ আব্দুল মোতালেব, অধ্যক্ষ জালাল উদ্দিন, ভাইস প্রিন্সিপাল ও আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালেব আকন্দ, সদর ইউপি চেয়ারম্যান মো: নূরে আলম, প্রাথ: শিক্ষক সমিতির সভাপতি মো: আব্দুর রাশিদ, অধ্যাপক আশিষ হোড়, প্রধান শিক্ষক আমিনুল হক, মো: গোলাম রব্বানী বিএসসি প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হালুয়াঘাট আওয়ামীলীগের সহ সভাপতি খমির বেগ, সাংবাদিক ও প্রভাষক সুলতান মামুন রতন, সাংবাদিক একেএম আতাউর রহমান খোকন, আলী মাসুদ খান স্বপন ও ইয়াকুব আলী খান প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্যায়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি, ধোবাউড়া উপজেলা শাখার নতুন কমিটি ঘোষনা করা হয়। ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল সভাপতি, সহ সভাপতি মো: জয়নাল আবেদীন, মো: আমিনুল হক, মো: ফয়েজ উদ্দিন, স্বপন কুমার সরকার, হারুন অর রশিদ, আবুল কাশেম, পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক মো: মোতাহার হোসেন, বুলবুল আহমেদ, ফিরোজ আহমেদ, মৃদুল চন্দ্র পাল, কোষাধ্যক্ষ মো: নুরুল ইসলাম, এবং হাবিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক, সমাজ কল্যান সম্পাদক মো: আব্দুল কুদ্দুছ, তথ্য সম্পাদক বিজয় চন্দ্র বিশ্বাস, ক্রীড়া সম্পাদক মো: ফজলুল হক, দপ্তর সম্পাদক মো: ইলিয়াস উদ্দিন সহ মোট ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন