শুক্রবার, ৯ মে, ২০১৪

ধোবাউড়ায় রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত


ডেস্ক রিপোর্ট: গতকাল শুক্রবার ধোবাউড়ায় আন নাজাহ বিদ্যা নিকেতনের উন্মুক্ত মঞ্চে প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান পিদিম সঙ্গীত বিদ্যালয় কর্তৃক রবীন্দ্র জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক প্রদর্শনী, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। বিকাল ৩টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির রূপকার বিশিষ্ট সঙ্গীত ব্যাক্তিত্ব, শিক্ষক ও গবেষক সলিল দত্ত পাপন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব অধ্যক্ষ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক সুলতান মামুন রতন, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো: মুরাদ হোসেন, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মো: জালাল উদ্দিন, মো: সাইফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য ধোবাউড়া উপজেলায় প্রাতিষ্ঠানিকভাবে এই প্রথম রবীন্দ্র জন্মবার্ষিকী উদযাপিত হয়। পিদিম সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সলিল দত্ত পাপন রবীন্দ্রনাথের শৈশব, কৈশোর, যৌবনকাল ও তাঁর জীবন সায়াহ্নের সময়কালীন বিভিন্ন দুর্লভ ছবি সংগ্রহ ও গ্যালারীতে প্রদর্শণ করে উপস্থিত অতিথি ও দর্শণার্থীদের ব্যাপক সারা জাগিয়েছেন। পিদিম সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্রনাথের জীবনাদর্শ সুন্দরভাবে উপস্থাপন করেন। অনুষ্ঠানে পিদিম সঙ্গীত বিদ্যালয়ের অপর দুই সক্রিয় সহযোগী বিশিষ্ট সঙ্গীত শিল্পী মানিক চন্দ্র হোড় ও বাবু আরাধন কুমার চন্দ্র সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানে বাড়তি আমেজ সৃষ্টি করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ হেলাল উদ্দিন বলেন, ধোবাউড়ায় পিদিম সঙ্গীত বিদ্যালয় একদিন বৃহৎ প্রাতিষ্ঠানিক রূপ নেবে এবং ভবিষ্যতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জন্ম বার্ষিকীর মত ভিন্ন ধর্মী অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে আমার সব ধরনের সহযোহিতা অব্যহত থাকবে।

কোন মন্তব্য নেই: