ধোবাউড়া(ময়মনসিংহ) সংবাদদাতা:
গতকাল ১৫ আগস্ট সারাদেশের মতো ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী পালিত হয়। সকাল ১০ঘটিকায় এ উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালি ধোবাউড়া সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং পিআইও অয়ন সাহা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: ফয়েজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো: মজনু মির্ধা, ভাইস চেয়ারম্যানদ্বয়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ চন্দ্র বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান, শিক্ষা সম্পাদক আব্দুল খালেক খান পাঠান, সদর ইউপি চেয়ারম্যান মো: নুরে আলম, ধোবাউড়া আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মোতালেব তালুকদার, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার মো: রফিক ভূঁইয়া, ডেপুটি কমান্ডার মো: মীর ইব্রাহিম, ধোবাউড়া মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার সুপার মাও: মো: আব্দুল মতিন, পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, ধোবাউড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমিনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভায় আরো উপস্থিত ছিলেন ধোবাউড়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আতাউল জলিল, উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া, ধোবাউড়া মহিলা কলেজের প্রভাষক ও সাংবাদিক সুলতান মামুন রতন, সাংবাদিক এ.কে.এম আতাউর রহমান খোকন সহ বিভিন্ন পত্রিকার স্থানীয় সাংবাদিকবৃন্দ। বক্তারা নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস জানা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে স্বাধীণতার বিপক্ষ শক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। । শোক দিবস পালনের অংশ হিসেবে উপজেলার প্রতিটি শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন, আলোচনা অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বাদ জুমা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের উদ্দেশ্যে ধোবাউড়া উপজেলার বিভিন্ন মসজিদে মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের পক্ষে দলীয় কার্যালয়ে কাঙ্গালিভোজ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন