ধোবাউড়া প্রতিনিধি: ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্যোগে নবাগত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে বৃহ:বার সকাল ১০টা থেকে কলেজের হলরুমে বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অত্র কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হেলাল উদ্দিনের সভাপতিত্বে অত্র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট প্রবীণ শিক্ষানুরাগী ও অত্র কলেজের গভর্নিং বডির সভাপতি বাবু হেরিশ ঘাগ্রা বলেন, উপজাতি অধ্যুষিত এলাকার এই মহিলা কলেজটি নারী শিক্ষার ক্ষেত্রে ধোবাউড়ায় বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে। তিনি কলেজটিকে সরকারীকরণের জন্য মিডিয়ার মাধ্যমে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান। অত্র কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন তার বক্তব্যে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষার্থীদের জন্য সব ধরনের সহযোগিতার কথা জানান। পাশাপাশি তিনি বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই অত্র কলেজটিকে উন্নয়ন তালিকায় অন্তর্ভূক্ত করে নেওয়ার জন্য। কলেজটিকে সরকারীকরণের লক্ষ্যে সার্বিক প্রচেষ্ঠা অব্যহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা বেগম, সহকারী অধ্যাপক আব্দুল কুদ্দুছ, প্রভাষক মো: আজহারুল হক, প্রভাষক মো: আব্দুল হান্নান, প্রভাষক সুলতান মামুন রতন, একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। উল্লেখ্য সম্পূর্ণ ব্যাতিক্রমধর্মী এ অনুষ্ঠানটি প্রাণবন্ত করতে সপ্তাহজুড়ে অক্লান্ত পরিশ্রম করেছেন প্রভাষক আব্দুল্লাহ আল মামুন এবং মো: শাহ আলম সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে এই কলেজ থেকে ২০১৩ সনের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত বিনতা রানী সরকার এবং ২০১৪ সালের জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী আকলিমা আক্তার তন্বী ও ফারজানা আক্তার লিমাকে অধ্যক্ষের পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন দ্বাদশ শ্রেনীর ছাত্রী তাজরুবা তাসরিন (তুলি) ও হীরা মানকিন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন