ডেস্ক রিপোর্ট: ধোবাউড়ায় গত ২০ অক্টোবর আলী আজগর (২৫) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। উপজেলার বাঘবেড় ইউনিয়নের শোলাকান্দা গ্রামের বিগারের ভিটা নামক স্থান থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয় । স্থানীয় সুত্রে জানা যায়, সকাল আনুমানিক ৬ টায় বিগারের ভিটায় ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের বাবা মো: দুলাল মিয়ার দাবি, তার ছেলেকে শশুরবাড়ির লোকজন খুন করে গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে নিহতের বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
তবে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক জানান, প্রাথমিকভাবে সুরতহাল দেখে হত্যাকান্ড বলে মনে হচ্ছে না। তারপরও সন্দেহ দূর করার জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। আশা করি প্রকৃত সত্য বেড়িয়ে আসবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন