শুক্রবার, ১৭ অক্টোবর, ২০১৪

ড: পিয়াস করিমের মৃত্যুতে ধোবাউড়া উপজেলা বিএনপির শোক সভা



ডেস্ক  রিপোর্ট : গতকাল শুক্রবার  ধোবাউড়া উপজেলা বিএনপির উদ্যোগে সকাল ১১টায়  দেশের বিশিষ্ট সমাজ বিজ্ঞানী , জনপ্রিয় টক-শো ব্যক্তিত্ব ও রাজনৈতিক বিশ্লেষক এবং ব্র্যাক বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিমের শোক সভা দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।  বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ধোবাউড়া উপজেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য  রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক জিএম আজহারুল ইসলাম কাজল, হাজী খলিলুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রুচি, অধ্যাপক আজহারুল হক, উপজেলা যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন খান লিটন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ নয়ন মন্ডল, উপজেলা মৎস্যজীবি দলের সাধারন সম্পাদক ফেরর্দৌস ইসলাম হযরত, উপজেলা জাসাস সভাপতি মোরশেদ আলী এবং সাধারণ সম্পাদক মো: রাজু রায়হান, ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ রব্বানী সুমন, ছাত্রদল নেতা ফরহাদ আল রাজী প্রমুখ। বক্তারা ড: পিয়াস করিমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারনের পাশাপাশি তাঁর বিদেহী আতœার মাগফেরাত কামনা করেন এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  আবুল কাশেম ডলার, সাজ্জাদ হোসেন খান ,আমিনুল ইসলাম, রফিকুল ইসলাম এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের  নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।  


কোন মন্তব্য নেই: