ডেস্ক রিপোর্ট : গত ২ অক্টোবর বৃহ:বার ধোবাউড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া বাজার ব্রীজের পূর্ব পার্শ্ব থেকে একটি নীল রংয়ের টয়োটা করোলা গাড়ী যার নম্বর ঢাকা মেট্ট্রো গ-১৫-৪৮৩০ আনুমানিক ৮০০০/- টাকা মুল্যের ৪ বোতল রয়েল স্ট্যাগ ডিলাক্স হুইস্কিসহ ৩ জনকে আটক করে। ধোবাউড়া থানা সূত্র জানায়, বৃহ:বার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে সাব ইন্সপেক্টর দেওয়ান উজ্জ্বল হোসেনের নেতৃত্বে ধোবাউড়া থানা পুলিশের একটি দল পুজামন্ডপে ডিউটি করতে থানা থেকে বের হয়। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে মাইক্রোবাসে করে মাদক আসার খবর পেয়ে পুলিশের এই দলটি ধোবাউড়া বাজার সংলগ্ন পূর্বপাশের ব্রীজে অবস্থান নেয়। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাইক্রোবাসটি ব্রীজের কাছে পৌঁছলে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃতরা হলেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন দেবনাথ(২৫) ও জহিরুল হক(২৪) এবং অপরজন ব্যবসায়ী হাসান শাহরিয়ার(২৩)। এ ব্যাপারে ধোবাউড়া থানায় মাদকের ২২/গ ধারা মোতাবেক ৩ অক্টোবর মামলা নং-১ দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর ঐ দিনই দুপুরে কোর্টে হাজির করলে আদালত তাদের তিনজনকে জেলহাজতে প্রেরণ করেন।
কেউ কেউ বলছেন আটককৃত মাইক্রোবাসে ৪জন যাত্রী ছিল। কিন্তু ৩ জনকে কোর্টে চালান দেওয়া হয়েছে আর একজনকে টাকার বিনিময়ে ঐ রাতেই ছেড়ে দেয়া হয়েছে।
এ ব্যাপারে প্রশ্ন করলে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হক বলেন, ‘পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাইক্রোবাস সহ তিনজনকে আটক করতে পেরেছে। আটকের পূর্বে আরো কেউ এই গাড়ীতে ছিল কি-না তা এই মুহুর্তে বলতে পারছিনা। তবে তদন্তের পরই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই মুহুর্তে আমার বিরুদ্ধে যা কিছু বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন