সোমবার, ১৩ অক্টোবর, ২০১৪

ধোবাউড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত



ডেস্ক রিপোর্ট : গতকাল ধোবাউড়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। “দুর্যোগে নই মোরা দিশাহীন, সঙ্গে আছে অভিজ্ঞ প্রবীন” স্লোগানকে সামনে রেখে  এবারের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “জীবনব্যাপী সক্ষমতা। সকাল ১০টায় ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে এসে শেষ হয়। র‌্যালিতে অংশগ্রহন  করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ সহ উপজেলা জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সচেতন ব্যাক্তিবর্গ, এনজিও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মজনু মিয়া দুর্যোগ প্রশমনের লক্ষ্যে সবাইকে একটি করে গাছ লাগানোর আহবান জানান। পাশাপাশি যে কোন দুর্যোগ মোকাবেলায় সবাইকে সম্মিলিত ভাবে কাজ করারও  আহ্বান জানান। আরো বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: নাছিমা খাতুন, উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান, ধোবাউড়া আদর্শ কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মোতালেব তালুকদার, ধোবাউড়া এডিপি ম্যানেজার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুল বাতেন প্রমুখ। বক্তারা সবাই আগামী প্রজন্মকে যে কোন দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার আহবান জানান এবং দুর্যোগ প্রশমনে করণীয় সম্পর্কে জ্ঞান আহরনের উপর গুরুত্ব আরোপ করেন। সভায় সঞ্চালকের দায়িত্বে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনের প্রতিযোগিদের মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের হাত দিয়ে পুরষ্কার তুলে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই: