ডেস্ক রিপোর্ট: ২৩ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টায় ধোবাউড়া উপজেলার ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পুঠিমারী বাজারে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, এলাকার প্রভাবশালী বলে পরিচিত ছালাম এর নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী রাত সাড়ে ১০ টায় আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রশস্ত্র সহ পুঠিমারী বাজারের ছাত্তার ডাক্তারের ফার্মেসীতে গিয়ে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে। ছাত্তার ডাক্তার দাবিকৃত টাকা দিতে অস্বীকার করলে তারা তার বাড়িতে হামলা চালায়। ভূক্তভোগী পরিবারটি জানায়, বাড়ীর লোকজন আগে থেকে খবর পেয়ে সরে যাওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু ঘরের আলমারীর ড্রয়ার ভেঙ্গে নগদ ৬৫ হাজার টাকা নিয়ে চলে যায়।
এদিকে খবর পেয়ে মাধুপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা বিজিবিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে এমনটাই জানালেন বিজিবি সূত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরিস্থিতির উপর নজরদারি বাড়াতে এলাকায় অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সিও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
ধোবাউড়া থানা সূত্রে জানা যায়, বিলম্বে খবর পেয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ হক রাত আনুমানিক সাড়ে তিনটায় ঘটনাস্থলে যান এবং মামলা হলে দ্রুত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে সবাইকে আশ্বস্থ করেন। এ ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন