শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

চীনামাটির খনির দুর্নীতির প্রাথমিক তদন্ত শুরু


ডেস্ক রিপোর্ট: ২ নভেম্বর রবিবার সকাল ১০টায় ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান  জাতীয় সম্পদ চীনামাটির খনির দুর্নীতির প্রাথমিক তদন্তে ধোবাউড়া উপজেলার ভেদীকুড়ায় অবস্থিত  চীনামাটির খনি এলাকা পরিদর্শন করেন।  বিভিন্ন সংবাদপত্রে এবং মিডিয়ায় চীনামাটি লুটপাটের খবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিগোচর হওয়ায় নড়েচড়ে বসে সরকারের উপর মহল। ফলে তদন্তের নির্দেশ আসে সংশ্লিষ্ট মন্ত্রনালয়, ব্যুরোসহ স্থানীয় প্রশাসনে। এরই ধারাবাহিকতায় প্রাথমিক তদন্তভার পড়ে উপজেলা নির্বাহী অফিসারের উপর।
প্রথমেই তিনি মাধুপাড়া বিজিবি ক্যাম্পে যান এবং পার্শ্ববর্তী পুঠিমারী ইসলামিক মিশন পরিদর্শন করেন। পরে চীনামাটির খনি এলাকা ঘুরে বিভিন্ন তথ্য সংগ্রহ করে বর্তমানে চলমান খনি কার্যালয়ের পাশে বসে পক্ষে ও বিপক্ষে অবস্থানকারীদের স্বাক্ষ্য গ্রহন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ১ নং দক্ষিণ মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো: গাজীউর রহমান, ধোবাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং  গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার সাধারণ জনতা।
সবশেষে সেভেনথ ডে এডভেন্টিস্ট সেমিনারী পরিদর্শন শেষে নিজ কর্মস্থলে ফিরে আসেন।

খনি শ্রমিকদের দাবি, দ্রুত তদন্ত কাজ শেষ করে মাইনটি পূণরায় চালুর ব্যাবস্থা করলে প্রায় আড়াইশ পরিবার তাদের কর্ম ফিরে পাবে এবং শীতকালীন  চীনামাটি উত্তোলনের  ভরা মৌসুমে কাজ করে বর্ষাকালীন খাদ্য সংকটের হাত থেকে রক্ষা পাবে।


কোন মন্তব্য নেই: