বুধবার, ১৭ ডিসেম্বর, ২০১৪

ধোবাউড়ায় মহান বিজয় দিবস উদযাপন


ডেস্ক রিপোর্ট : গতকাল মঙ্গলবার ধোবাউড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ধোবাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা হয় রাত ১২টা ১ মিনিটে। এ সময় ১ মিনিট নিরবতা পালন ও ৩১বার তোপধ্বনির মাধ্যমে প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের বিভিন্ন সংগঠন উপজেলা পরিষদ চত্বরে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের উদ্দেশ্যে বিশেষ মোনাজাত করেন। সকাল ৮টা থেকে বিভিন্ন সংগঠন নিজস্ব ব্যানারে ধোবাউড়া খেলার মাঠে কুচকাওয়াজ ও শারিরিক কসরত প্রদর্শন  করার জন্য উপস্থিত হন। দিনব্যাপী অনুষ্ঠান উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মজনু মির্ধা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.এ হক, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ, সুশীল সমাজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী ও শিক্ষার্থীবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বর্ধন করে।
জাতীয় সঙ্গীতের সূরে সূরে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারিরিক কসরত শেষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিশেষ পুরষ্কার প্রদান করা হয়। পরে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

কোন মন্তব্য নেই: