নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর ময়মনসিংহের ধোবাউড়া-হালুয়াঘাট ০১ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডঃ প্রমোদ মানখিন এমপি রবিবার রাতে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ অনুর্ধ নারী ফুটবল দলে এশিয়ার সপ্তম স্থান অধিকারী অঘোষিত রানী সানজিদাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সানজিদাকে নগদ ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও কল্পনা আক্তার, শিউলী আক্তার, মফিজ স্যার ও মিনতী রানী শীলকে ৫,০০০ টাকা এবং আরও ১৭ জন খেলোয়ারকে ১,০০০ টাকা করে প্রদান করেন। এ উপলক্ষে কলসিন্দুর মাঠে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন আমি আশা করি সানজিদার মত আরও খেলোয়ার এখান থেকে বেরিয়ে আসবে। বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার আনিসুজ্জামান মোহাম্মদ খান বলেন সানজিদার জন্য ধোবাউড়া বাংলাদেশে অন্যরকমভাবে পরিচিতি লাভ করেছে। সে আমাদের ধোবাউড়ার গর্ব। উল্লেখ্য সানজিদা এশিয়া মহদেশের নারী ফুটবলে বাংলাদেশের হয়ে সপ্তম স্থান অধিকার করেন। অনুর্ধ -১৬ ফুটবলে বাংলাদেশ জর্ডানকে সানজিদার একমাত্র গোলে এবং সানজিদার জোড়া গোলে আরব আমিরাতকে ৬-০ গোলে হারানোর গৌরব অর্জন করে। সানজিদার নৈপুন্যে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ বার বিভাগীয় চ্যাম্পিয়ন এবং একবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তাই রবিবার সন্ধ্যায় সানজিদাকে দেখার জন্য হাজার হাজার জনতা কলসিন্দুর খেলার মাঠে উপস্থিত হয়।
বুধবার, ৩১ ডিসেম্বর, ২০১৪
ধোবাউড়ায় তারকা ফুটবলার সানজিদাকে বিশাল নাগরিক সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক : ২৯ ডিসেম্বর ময়মনসিংহের ধোবাউড়া-হালুয়াঘাট ০১ আসনের সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এডঃ প্রমোদ মানখিন এমপি রবিবার রাতে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ অনুর্ধ নারী ফুটবল দলে এশিয়ার সপ্তম স্থান অধিকারী অঘোষিত রানী সানজিদাকে বিশাল নাগরিক সংবর্ধনা দেন। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সানজিদাকে নগদ ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা অনুদান প্রদান করেন। এছাড়াও কল্পনা আক্তার, শিউলী আক্তার, মফিজ স্যার ও মিনতী রানী শীলকে ৫,০০০ টাকা এবং আরও ১৭ জন খেলোয়ারকে ১,০০০ টাকা করে প্রদান করেন। এ উপলক্ষে কলসিন্দুর মাঠে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন আমি আশা করি সানজিদার মত আরও খেলোয়ার এখান থেকে বেরিয়ে আসবে। বিশেষ অতিথি’র বক্তব্যে উপজেলা নিবাহী অফিসার আনিসুজ্জামান মোহাম্মদ খান বলেন সানজিদার জন্য ধোবাউড়া বাংলাদেশে অন্যরকমভাবে পরিচিতি লাভ করেছে। সে আমাদের ধোবাউড়ার গর্ব। উল্লেখ্য সানজিদা এশিয়া মহদেশের নারী ফুটবলে বাংলাদেশের হয়ে সপ্তম স্থান অধিকার করেন। অনুর্ধ -১৬ ফুটবলে বাংলাদেশ জর্ডানকে সানজিদার একমাত্র গোলে এবং সানজিদার জোড়া গোলে আরব আমিরাতকে ৬-০ গোলে হারানোর গৌরব অর্জন করে। সানজিদার নৈপুন্যে কলসিন্দুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩ বার বিভাগীয় চ্যাম্পিয়ন এবং একবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। তাই রবিবার সন্ধ্যায় সানজিদাকে দেখার জন্য হাজার হাজার জনতা কলসিন্দুর খেলার মাঠে উপস্থিত হয়।