বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফল প্রকাশ- এবার বকেয়া বেতনভাতাদি প্রদানের দাবী আনন্দ স্কুলের শিক্ষকদের

স্টাফ রিপোর্টার: ৩০ ডিসেম্বর প্রাথমিক ও ইরতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ ফলাফলে ধোবাউড়া উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনীর গড় পাশের হার ৯৫.০৩ শতাংশ । প্রাথমিক এ সমাপনী পরীক্ষায় মোট অংশগ্রহনকারী ছিল ৪৭১৭ জন; এর মধ্যে বালক-২১০১ জন এবং বালিকা-২৬১৪ জন। জিপিএ -৫ পেয়েছে মোট ৭০ জন, এর মধ্যে বালক ৩২জন এবং বালিকা ৩৮ জন। মোট অকৃতকার্য হয়েছে ২২৭ জন এর মধ্যে বালক ১৩৪ জন এবং বালিকা ৯৩ জন।

অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনীর গড় পাশের হার ৯১.২৯ শতাংশ। পরীক্ষায় উপস্থিত মোট মোট শিক্ষার্থী ছিল ১৬৩ জন। এর মধ্যে বালক ৮৯ জন এবং বালিকা ৭৪ জন। কৃতকার্য হয়েছে ১৫২ জন এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১১। তবে ইবতেদায়ী থেকে কেউ জিপিএ-৫ এর দেখা পায়নি।

ফলাফল প্রকাশের পর ধোবাউড়া উপজেলার রস্ক প্রকল্পের আনন্দ স্কুলের শতাধিক শিক্ষক তাদের প্রায় দেড় বছরের বকেয়া বেতন -ভাতাদি দ্রুত প্রদানের দাবী জানান।