রবিবার, ৪ জানুয়ারী, ২০১৫

ধোবাউড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


স্টাফ রিপোর্টার: ৪ ডিসেম্বর রবিবার ধোবাউড়া প্রেসক্লাবের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে প্রেসক্লাবে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল ৪টা৩০ মিনিটে প্রেসক্লাবের বর্তমান সভাপতি এডভোকেট হাবিবুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এম,এ হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান মানিক, প্রভাষক সুলতান মামুন, প্রভাষক আব্দুল হান্নান, প্রধান শিক্ষক মো: আমিনুল হক, মাওলানা আব্দুল মতিন, ব্র্যাক ম্যানেজার মো: জহিরুল হক প্রমুখ। এছাড়া প্রেসক্লাবের পুরাতন ও নতুন সদস্যগণ সহ অনেক আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।

কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা হয়। পরে প্রেসক্লাব সদস্যরা আমন্ত্রিত প্রধান ও বিশেষ অতিথিদেরকে বেজ পড়িয়ে দেন। সভাপতির স্বাগত বক্তব্যের পর বার্ষিক প্রতিবেদন পাঠ করে শোনান প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো: সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সদস্যদেরকে ডায়েরী ও কলম প্রদান করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান তথ্যমুলক নানা বিষয় সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি বলেন, ‘সাংবাদিকদের কাজ হলো ডেটাগুলোকে ইনফরমেশনে রূপ দেয়া আর ইনফরমেশন গুলো একসময় নলেজে রূপান্তরিত হয় এবং নলেজ থেকেই প্রকৃত সত্য উপলব্দি করা যায়। তিনি আরো বলেন, মিডিয়া হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের প্রকৃত সত্য ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে নির্ভিকভাবে কাজ করা উচিৎ।’ তিনি বইমেলা থেকে প্রেসক্লাবে সাংবাদিকদের বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জনে সহায়ক  ১০ হাজার টাকার বই কিনে দেওয়ার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল মান্নান আকন্দ, ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কামাল হোসেন খান, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ এম,এ হক, সাবেক ইউপি চেয়ারম্যান মো: আনিছুর রহমান মানিক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো: আ: রাশিদ, প্রধান শিক্ষক মো: আমিনুল হক, আব্দুল রারেক প্রমুখ। সমাপনী বক্তব্যে প্রেসক্লাব সভাপতি ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও চিকিৎসার উপর নজরদারি বাড়ানোর জন্য সাংবাদিকদের উদাত্ব আহবান জানান।