স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় কাবিখা প্রকল্পের অর্থের একটি অংশ দিয়ে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে সোলার প্যানেল বসানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে সুবিধা বঞ্চিত অনেক প্রতিষ্ঠান বিদ্যুতের সুফল ভোগ করতে পারবে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৯টি মসজিদ এবং একটি পাঞ্জেখানায় সোলার প্যানেল বসানোর প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। এর মধ্যে বাঘবেড় ইউনিয়নের শালকোনা জামে মসজিদ, ঘোষগাঁও ইউনিয়নের বালিগাঁও জামে মসজিদ, গোয়াতলা ইউনিয়নের ইজারাপাড়া পাঞ্জেখানা, পোড়াকান্দুলিয়া ইউনিয়নের মানিকপুর জামে মসজিদ, ধোবাউড়া সদর ইউনিয়নের নদীর পাড় জামে মসজিদ, রানীগাঁও জামে মসজিদ, সিঙ্গুড়া জামে মসজিদ ও বাঘড়া জামে মসজিদ,গামারীতলা ইউনিয়নের কামালপুর মসজিদ এবং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নের বাগপাড়া জামে মসজিদে এসব সোলার প্যানেল বসানো হবে বলে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে।