স্টাফ রিপোর্টার: ৫ জানুয়ারী বিকাল ২টায় ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ এর নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ সহ এর অং্গসংগঠনের নেতাকর্মীরা এক হরতাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি আওয়ামীলীগ এর দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান, যুবলীগ নেতা ইকবাল কবির, ছাত্রলীগ সভাপতি আব্দুল বারেক প্রমুখ। বক্তারা বিএনপি-জামায়াত জোটের যে কোন নাশকতা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের সোচ্চার থাকার আহবান জানান।