সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় কোটি টাকার ডাকবাংলো নির্মাণে চলছে সীমাহীন দুর্নীতি ; স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ধোবাউড়ায় কোটি টাকার আধুনিক ডাকবাংলো নির্মাণে ব্যাপক দুর্নীতির খবর জেলা ও উপজেলা প্রশাসন এবং জনগনের নিকট ইতিমধ্যে অপেন সিক্রেট। নির্মাণ কাজের ব্যাপারে মিলছেনা কোন প্রকার তথ্য। ২০ বছরের পুরনো ইটের সুরকী ব্যবহার করে ঢালাই আর ভিটবালুর বদলে ব্যবহার করা হচ্ছে মাটি এমন অভিযোগ রয়েছে শুরু থেকেই। আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে অদৃশ্য ক্ষমতার জোরে বেজ ঢালাইয়ে করা হয়েছে সীমাহীন দুর্নীতি। অভিজ্ঞদের মতে, তিনতলা ভিত্তির উপর দ্বিতল ভবন নির্মাণে নূন্যতম ১৫ ইঞ্চি বেজ ঢালাই দরকার। কিন্তু বাস্তবে কোন কোন বেজ ৭ থেকে ৮ ইঞ্চি এবং কোনটি দেয়া হয়েছে সর্বোচ্চ ১০ থেকে ১১ ইঞ্চি আর প্রথম থেকেই অধিকাংশ কাজে ব্যবহার করা হচ্ছে ৭ মিলি রড। ডাকবাংলো নির্মাণে দুর্নীতির চলমান বিষয়গুলো ময়মনসিংহ জেলা প্রশাসক এবং ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার বেশ আগেই অবগত হয়েছেন। এদিকে নিম্নমানের কাজ অব্যহত থাকায় এ ভবনের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন ওঠেছে বিভিন্ন মহলে। ধোবাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের কাজ সত্য ঘটনা প্রকাশ করা। ঠিকাদারের কাছে প্রশাসন জিম্মি হয়ে গেলে তো কিছু করার নেই। আর যদি এমনটাই হয়ে থাকে তবে ধরে নিতে হবে এখানে দুর্নীতি চলছে, চলবে এবং সবাই এটাকে অপেন সিক্রেট বলেই মেনে নেবে।’ উল্লেখ্য, ডাকবাংলোটির নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি চলমান থাকার বিষয়টি সংবাদ মাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হলেও ঘটনার তদন্তে উল্লেখযোগ্য কোন সরকারী কর্মকর্তাকে নির্মাণস্থল পরিদর্শন করতে দেখা যায়নি। বিষয়টি ধোবাউড়ার রাজনৈতিক ও সচেতন মহলে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই ধোবাউড়ার দীর্ঘদিনের প্রতিক্ষিত নির্মাণাধীন আধুনিক ডাকবাংলোটির দুর্নীতি তদন্তের মাধ্যমে দুর্বল বেজগুলো ভেঙ্গে নতুন করে বেজ নির্মাণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছেন।