শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে মানব বন্ধন

নিউজ ধোবাউড়া
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার বেলা ১২টায় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ ধোবাউড়া উপজেলা শাখার উদ্যোগে বিএনপি-জামাত ২০ দল কর্তৃক সারাদেশে হরতাল, অবরোধ এবং যানবাহনের উপর বোমা মেরে মানুষ হত্যা ও সংখ্যালগুদের উপর নির্যাতনের প্রতিবাদে এক মানব বন্ধন উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন  বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ,খ্রিষ্টান ঐক্য পরিষদ ধোবাউড়া উপজেলা শাখার আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক  প্রিয়তোষ বিশ্বাস বাবুল, যুগ্ম আহবায়ক এডুয়ার্ড নাফাক, আনন্দ চন্দ্র বিশ্বাস, এডভোকেট নীহারঞ্জন পাল নেপাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোজাম্মেল হোসাইন,সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মনোয়ার হোসেন রিপন, কৃষকলীগ নেতা আনিছুর রহমান ইমান , উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল বারেক, যুবলীগ নেতা অজিত সরকার, বীকন সরকার, তাপস সেন, বিজয় বিশ্বাস প্রমুখ। বক্তারা ২০ দলীয় জোটের নাশকতার মাধ্যমে জনগণের যানমালের উপর নির্বিচারে বোমা হামলার মাধ্যমে মানুষ হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এসব কর্মকান্ড বন্ধ করার আহবান জানান। বক্তরা আরো বলেন জ্বালাও পোড়াও কর্মসূচীর মাধ্যমে মানুষ হত্যা বন্ধ না করলে বেগম খালেদা জিয়াকে দেশ থেকে চিরতরে উচ্ছেদ করবে বাংলার মানুষ।