নিউজ ধোবাউড়া ডেস্ক: চলতি সপ্তাহের শুরু থেকে ধোবাউড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে। তবে বৃহ:বার থেকে প্রস্তুতি পর্বে নতুন মাত্রা যোগ হয়েছে। উপজেলা পরিষদে প্রবেশের রাস্তায় রঙ তুলির আচঁড়ে ফুটিয়ে তোলা হয়েছে একুশের চেতনা। ধোবাউড়ার কেন্দ্রীয় শহীদ মিনারটিকে সাজানো হয়েছে নতুন আঙ্গিকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চলছে একুশের রচনা প্রতিযোগিতার আগাম মহড়া । বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন, সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের প্রস্তুতি নিয়ে রয়েছেন ব্যস্ত। জাতীয় দিবসে একুশের চেতনা শিক্ষার্থীদের মাঝে জাগ্রত করার জন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-অভিভাবক মহলে বিরাজ করছে আগামীকালের আন্তর্জাতিক ভাষা দিবসের ত্যাগ ও প্রাপ্তির বিভিন্ন ভাবনা। আর একুশ উপলক্ষ্যে বিভিন্ন স্থানে ফুল সংগ্রহে ব্যস্ত সময় পার করছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী-আমি কি ভূলিতে পারি? এই মর্মস্পর্শী গানের সুরে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারীদের সারা বিশ্বের সকল বাঙালি স্মরণ করুক এবং নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে সকল প্রচেষ্ঠা অব্যহত থাকুক- নিউজ ধোবাউড়া'র পক্ষ থেকে এমনটাই প্রত্যাশা ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী-আমি কি ভূলিতে পারি? এই মর্মস্পর্শী গানের সুরে বাংলা ভাষার জন্য অকাতরে জীবন উৎসর্গকারীদের সারা বিশ্বের সকল বাঙালি স্মরণ করুক এবং নতুন প্রজন্মকে একুশের চেতনায় উদ্বুদ্ধ করতে সকল প্রচেষ্ঠা অব্যহত থাকুক- নিউজ ধোবাউড়া'র পক্ষ থেকে এমনটাই প্রত্যাশা ।