মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৫

এসএসসি পরীক্ষা চলাকালীন হরতাল অব্যহত থাকায় ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চবিদ্যালয়ে নিয়মিত ক্লাস চলছে এবং চলবে


স্টাফ রিপোর্টার: বর্তমান ২০ দলীয় জোটের চলমান হরতাল অবরোধের ফলে নির্দিষ্ট সময়ে এসএসসি পরীক্ষা শেষ হওয়া নিয়ে সঙশয় দেখা দিয়েছে। ফলে বিদ্যালয়গুলো নির্দিষ্ট সময়ে তাদের পাঠ্য শেষ করতে পারবে কী-না এ নিয়ে পড়েছে চরম দু:চিন্তায়। এ বিষয়টি মাথায় রেথে এসএসসি পরীক্ষার ভেন্যু হওয়া সত্ত্বেও ধোবাউড়া বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৫ ফেব্রুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হয়েছে। উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম আতাউর রহমান খোকন এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষার্থীদের কথা মাথায় রেখে আমাদের স্কুলের সিলেবাস নির্দিষ্ট সময়ে শেষ করার জন্যই  শিক্ষকবৃন্দের সুপারিশক্রমে প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে।
পরীক্ষার মধ্যে ক্লাস চালু করায় শিক্ষার্থীরা যেমন খুশি তেমনি অভিভাবকরাও সস্থির নি:শ্বাস ফেলছেন।