শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৫

ধোবাউড়ায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত


স্টাফ রিপোর্টার: ধোবাউড়ায় সারাদেশের মতো হরতাল অবরোধের কবলে পড়া এসএসসি পরীক্ষা ৬ ফেব্রুয়ারি শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত চলে এ পরীক্ষা। এবার ধোবাউড়া উপজেলার ৯শত ৫৫জন শিক্ষার্থী নকলমুক্ত পরিবেশে বৃহৎ এ পাবলিক পরীক্ষায় অংশগ্রহন করে। সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে বাংলা ১ম পত্র পরীক্ষা সম্পন্ন হওয়ায় অভিভাবকরা স্বস্থির নি:শ্বাস ফেলেছেন। ধোবাউড়ায় এখন পর্যন্ত হরতালের কোন প্রভাব না পড়লেও পরীক্ষার দীর্ঘসূত্রিতার কারণে একাডেমিক শিক্ষা ব্যহত হওয়ার আশংকা করছেন শিক্ষক ও অভিভাবক মহল। 
আগামীকাল শনিবার হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষা গত বুধবার হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী রোববারও পরীক্ষা আছে। ওই দিন এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।