সোমবার, ১৪ এপ্রিল, ২০১৪

ধোবাউড়ায় বাংলা নববর্ষ উদযাপন




ডেস্ক রিপোর্ট: গতকাল ১লা বৈশাখ বাংলা নববর্ষ -১৪২১ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে দিনব্যাপী অনুষ্ঠান বৈশাখী মেলার আয়োজন করা হয় সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরের মুক্তমঞ্চে আলোচনা সভা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় উপজেলা শিক্ষা অফিসার মো: আতাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, অধ্যাপক মো: আব্দুল মোতালেব প্রমুখ
সংক্ষিপ্ত আলোচনা পর্ব শেষেই শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব বয়সের হাজার হাজার মানুষের সমাগমে বৈশাখী পোষাকে বৈচিত্রের এক মহাসমাবেশ ঘটে ধোবাউড়া উপজেলা পরিষদ চত্ত্বরে নতুন বছরে পুরনো দিনের সকল গ্লানি মুছে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা ছিল উপস্থিত সকলের চোখে-মুখে
অপরদিকে ধোবাউড়ার ঐতিহ্যবাহী সংগঠন ধ্রুবতারা ক্রীড়াচক্রের উদ্যোগে সকাল সাড়ে ১০টায় বাঙালি ঐতিহ্যকে ধারণ করে বর্ণিল সাজে একটি ্যালী উপজেলা পশু হাসপাতাল মাঠ থেকে শুরু করে ধোবাউড়ার স্থানীয় সড়কগুলো চক্রাকারে প্রদক্ষিণ করে পরে বেলা ১২টায় উপজেলা পশু হাসপাতালে নির্মিত মঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আব্দুল মান্নান আকন্দ এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়তোষ বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা এডভোকেট হাবিবুর রহমান হাবিব সহ অনেকই উপস্থিত ছিলেন
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠান শুরু হয় ধোবাউড়ার সাংস্কৃতিক অঙ্গণে ঝড় তোলা ধ্রুবতারা ক্রীড়াচক্রের মনমুগ্ধকর অনুষ্ঠানে হাজারো দর্শণার্থীর ভিড়ে সারাদিনই বিরাজ করছিল বাংলা নববর্ষের আমেজ
একই দিন সদর ইউনিয়নের পঞ্চনন্দপুর অগ্রযাত্রা যুব সংঘের উদ্যোগেও বিশাল র‌্যালী উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মাতিয়ে রাখে লা বৈশাখের সারাদিন

কোন মন্তব্য নেই: