ধোবাউড়া(ময়মনসিংহ) প্রতিনিধি: কালবৈশাখী ঝড়ে ধোবাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে লন্ডভন্ড হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি, গাছপালা এবং মাটির সাথে মিশে গেছে শত শত একর জমির ফসল। গতরাত ১০টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। আধঘন্টা স্থায়ী এ ঝড়ে উপজেলার সাতটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের শত শত ঘরবাড়ি উড়ে গেছে। আহত হয়েছে অনেক মানুষ। ধোবাউড়া উপজেলা সদরের জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসটি হেলে পড়ে ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিগন্ত ক্যাডেট কোচিং সেন্টার এর টিনের ঘরটি মাটির সাথে মিশে গেছে। উপজেলা মোড়ের প্রাচীন ব্যবসায়ী পুলক খাসনবিস এর দোকানের টিনের চালা উপড়ে গিয়ে নষ্ট হয়েছে দোকানের মালামাল । শত শত একর জমির পাকা ধান মাটির সাথে মিশে গেছে। সরে জমিনে ঘুরে দেখা যায়, বহু ঘরবাড়ির টিনের চাল উড়ে গিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দুর-দুরান্তে। চলছে অসহায় গৃহহীন মানুষের বুকফাটা আর্তনাদ। গাছপালা উপড়ে পড়ে আছে রাস্তা-ঘাটের উপর । বহু আবাদির জমির ফসল মাটির সাথে লেপ্টে গেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়নে ঝড়ের তান্ডবলীলা পর্যবেক্ষণ করেছেন।
এই মুহুর্তে সকলের একটাই চাওয়া ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও পুণর্বাসন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হক এই দুর্যোগে জনগনের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন