বুধবার, ১২ নভেম্বর, ২০১৪

ধোবাউড়ায় যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ডেস্ক রিপোর্ট: জনগনের ক্ষমতায়নে যুবসমাজ হও বলীয়ান- এই শ্লোগানকে সামনে রেখে ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ ধোবাউড়া শাখার উদ্যোগে পালিত হল ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। ধোবাউড়া উপজেলা পরিষদ চত্ত্বরে বিকেল তিনটায় উপজেলা যুবলীগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক ডা: মো: আসাদুজ্জামান আকন্দ সাগর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যান প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এম,পি। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক মো: বদিউল আলম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী যুবলীগ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: এম এ কুদ্দুছ। এছাড়াও ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ অঙ্গসঙ্গঠনের নেতৃবৃন্দ সক্রিয় অংশগ্রহন করেন। প্রতিমন্ত্রী এডভোকেট প্রমোদ মানকিন এমপি সুবিশাল কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং অনুষ্ঠানের আয়োজকদের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন।
অনুষ্ঠান শুরুর পর থেকেই যুবলীগ নেতাদের নেতৃত্বে উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে মিছিল সহ নেতাকর্মীদের আগমন ঘটতে থাকে। ছাত্রলীগ সভাপতি  আব্দুল বারেক ও ছাত্রলীগ নেতা মাজহারুলের নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানের শোভা বর্ধন করে।  আএয়ামীলীগ এর তরুন নেতারাও মিছিল সহকারে অনুষ্ঠানে উপস্থিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ডেভিড রানা চিসিম ও উত্তরণ এম সাংমা।

পরে সন্ধার পর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্লোজ আপ-১ তারকা লালন কন্যা বিউটি, স্টেইনজার্স ব্যান্ড শিল্পী সুবর্ণা চৌধুরী রূপা ও কন্ঠশিল্পী কিশোর ক্লডিয়াল এর সঙ্গীতের তালে রাত ৯টা পর্যন্ত মাতোয়ারা ছিলেন শ্রোতারা। অনুষ্ঠান শেষে ধোবাউড়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: শওকত উসমান দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং শৃংখলাপূর্ণ পরিবেশ বজায় রেখে নিজ নিজ বাড়ি যাওয়ার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

কোন মন্তব্য নেই: