শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪

ধোবাউড়ায় অপটিক্যাল ফাইবার ও টিএন্ডটি ক্যাবল কর্তণ



ডেস্ক রিপোর্ট : বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অংশ হিসেবে ধোবাউড়া উপজেলার একমাত্র ঘোঁষগাও “ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র” ডিজিটাল বাংলাদেশ ঘোষনার সাথে সাথে অপটিক্যাল ফাইবার সংযোগটি পায়। গত কয়েকমাস যাবৎ সড়ক ও জনপথ বিভাগ ধোবাউড়া টু হালুয়াঘাট রোডে রাস্তা সম্প্রসারণের কাজ করার সময় অনেক স্থানে বুলডোজারের নিচে চাপা পড়ে গেছে অপটিক্যাল ফাইবার ক্যাবল। গত ১৩ নভেম্বর বুধবার শেষ রক্ষা হলোনা এই ক্যাবল সংযোগটির। ধোবাউড়া উপজেলা মোড় থেকে আধাকিলোমিটার পশ্চিমে বুলডোজার দিয়ে মাটি কাটার সময় সম্পূর্ণরূপে দ্বিখন্ডিত করে ফেলা হয় এই তারটি।

বিষয়টি বেশ কিছুদিন যাবৎ ময়মনসিংহ টিএন্ডটি এক্সচেঞ্জ অফিসে জানানোর পরও সংশ্লিষ্ট দপ্তর ক্যাবল সংযোগ রক্ষার্থে কোন উদ্যোগ নেয়নি। অপরদিকে ইতিপূর্বে ধোবাউড়া টু ময়মনসিংহ রাস্তা সম্প্রসারণের কাজ শরু হয়ে আপাতত: বন্ধ থাকলেও অপটিক্যাল ফাইবার লাইনের কোন ক্ষতি হয়েছে কি-না জানা যায়নি। অপটিক্যাল ক্যাবল লাইন স্থাপনের প্রক্রিয়াটি সড়ক ও জনপথ বিভাগের সাথে সমন্বয় করে করা হয়েছিল কিনা বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে মনে করেন ধোবাউড়া উপজেলা প্রকৌশলী মো: বাবলু মিয়া।

ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান খানকে  এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

কোন মন্তব্য নেই: